সময়টা ২০১৯,
আমি তখন দশম শ্রেণিতে পড়ি।অনেক ভালো সময় যাচ্ছিলো পরিবার ও বন্ধুদের সাথে।পড়াশোনা আর সময় পেলে বন্ধুদের সাথে ঘোরাঘুরির মাধ্যমেই দিন কাটতো।তেমনি একদিন ঘোরাঘুরি করার সময় তোমাকে দেখতে পেলাম।অনেক ভালো লেগেছিল তোমাকে, প্রথম দেখেই প্রেমে পড়ে গেলাম।মনে পড়ে এখনো সময়টা সম্ভবত সকাল ১০ টা বাজবে ঘড়িতে।তোমাকে প্রথম একটা মোবাইল মেকানিকের দোকানে দেখেছিলাম তুমি আর তোমার আম্মু এসেছিলে মোবাইলের সমস্যার কারণে,তার পর থেকে তোমার পিছু ছেড়েছিলাম না।হঠাৎ আমার কি যেন হলো,তোমাকে দেখতে এতো ভালো লাগছিল বলে বোঝাতে পারবোনা।সব বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেছিলো শুধু একটা বন্ধু ছাড়া।তুমি আমার বিষয়টা বুঝতে পেরেছিলে সারাদিন তোমার পেছনে ঘুরেছিলাম।তোমাদের অনেক কাজ ছিল বাজারে সেগুলো সেড়ে উঠতে আনুমানিক ৩ টা বেজে গেছিলো।অনেক ভয় নিয়ে আমার নাম্বারটা দিয়েছিলাম বন্ধুকে দিয়ে,তুমিও আমার সারাদিনের পাগলামি দেখে নাম্বারটা নিয়েছিলে।তারপরে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বাসায় এসে বন্ধুর সাথে বসে কথা বলছিলাম আর তার কিছুক্ষণের মধ্যেই তোমার একটা মেসেজ পেয়েছিলাম আর সেটাতে লেখা ছিল,আপনি কি পাগল নাকি সারাদিন না খেয়েদেয়ে আমার পিছনে পড়ে ছিলেন।আমার ও কি কপাল ফোনে টাকা না থাকায় রিপ্লাই টা দিতে পারছিলাম না।পরে বন্ধুর থেকে টাকা ধার নিয়ে ফোনে লোড দিয়ে তোমার মেসেজের রিপ্লাই দিয়েছিলাম।তার পরে দুই একটা করে কথা শুরু হলো তোমাকে জিজ্ঞেস করেছিলাম কতদূরে পৌঁছেছেন তুমি বলেছিলে মোইসালা একটা কাকুর দোকানে বসে আছি।আমি ও কি পাগল বন্ধুর সাথে তখনই সাইকেল নিয়ে তোমার কাছে চলে গেছিলাম।তারপর থেকেই তোমার সাথে কথা শুরু হলো,জানতে পারলাম তুমি ইন্টার ফাস্ট ইয়ারের ছাত্রী।অনেকটা হতাশ হয়ে গেছিলাম এটা জানতে পেরে যে তুমি আমার সিনিয়র।আমিও পাগল হয়ে গেছিলাম তোমার জন্য,মিথ্যার আশ্রয় নিয়ে বললাম আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।অনেকদিন ভালোই চলছিল,তোমার সাথে দেখা করতাম সারাদিন কথা বলতাম,সবমিলিয়ে ভালোই চলছিল।বেশিদিন মিথ্যার আশ্রয় নিতে পারলাম না,আব্বু আম্মু গ্রামের বাড়িতে চলে যায় আমাকে আন্টির বাসায় রেখে। আমার চাচাতো বড় বোন তোমার সাথেই একই কলেজে পড়তো।আমার এসএসসি পরিক্ষার আগের দিন আম্মু কিছু জিনিস পাঠায় বড় আপুর কাছে হঠাৎ ওর সাথে আমাকে তোমরা কিছু বান্ধবী মিলে দেখে ফেলেছিল,আমি চলে আসার পরে আমার বিষয়ে সবকিছু জেনে গিয়েছিলে বড় আপুর থেকে।তারপর তোমার সাথে আমার পরের দিন কথা হয়,আমি অনেকটা লজ্জার মধ্যে পড়ে গেছিলাম,তারপর একটু অস্বাভাবিক ছিলাম।পরে সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল যেহেতু আগে থেকে সম্পর্কটা সুন্দর ছিল।আমি প্রতিদিন পরীক্ষা দেওয়ার আগে ও পরে তোমার সাথে দেখা করেছিলাম।সবকিছু ঠিক ভাবেই চলছিল কিন্তু হঠাৎ একদিন জানতে পারলাম তোমার স্কুল জীবন থেকে একটা রিলেশন ছিল আর সে ছেলেটা নৌবাহিনীতে চাকরি পাওয়ায় ট্রেনিংয়ে গিয়েছিল।তোমার সাথে অনেকদিন কথা হতো না তার।বিষয়টা জানতে পেরে আমি অনেক হতাশ হয়ে গেছিলাম,পরে তোমার আর আমার মধ্যে তেমন একটা সম্পর্ক ছিল না।তোমাদের বিষয়টা এমন জানতে পেরেছিলাম যে তোমার আর তার আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে।আস্তে আস্তে তোমার আর আমার সম্পর্ক অস্বাভাবিক হয়ে গেল।প্রায় ছয় মাস তোমার সাথে কথা ছিল না আমার।আমার জীবনটা খুব অস্বাভাবিকভাবে কাটছিল।কোন কিছুতেই ভালো লাগতো না।যে আমি সারাদিন তোমার সাথে কথা বলতাম সেই আমি 6 মাস তোমার সাথে কথা বলিনি।আমি ঘর থেকে বের হওয়া বাদ দিয়ে দিলাম,বন্ধুদের সাথে তেমন একটা যোগাযোগ রাখতাম না।পরে আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক করে ফেললাম।হঠাৎ একদিন কোনভাবে তোমার সাথে আবার কথা হয়, আবেগ টা ধরে রাখতে পারলাম না।শুরু হলো আস্তে আস্তে আমাদের মাঝে আবার কথা বলা।তোমার সাথে ফ্রেন্ডলি কথা বলা হয়।কিন্তু তোমার প্রতি আগের মতই ভালোবাসা রয়ে যায়।ততদিনে নিজেকে আমি রাজনীতির মাঝে জড়িয়ে ফেলি।রাজনীতির পাশাপাশি তোমাকে নিয়ে ভালোই ছিলাম।আস্তে আস্তে আবার তোমার প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম।কিন্তু এটা জানতাম তোমাকে যতই ভালোবাসি তবুও নিজের করে পাব না।তারপরও তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগতো।আমি তোমাকে অনেক ভালোবাসি এটা তুমি ভালোভাবে জানতে।ঢাকার একটা প্রাইভেট কলেজে পড়াশোনা করি এই কারণে তোমার সাথে দেখা হইত না কিন্তু মেসেঞ্জারে তোমার সাথে সারাদিনরাত কথা হইত।রাজনীতি, পড়ালেখার মাঝে সময় বের করতাম তোমার জন্য।সবকিছু ঠিকঠাকই চলছিল,হঠাৎ করে গত ২৩/০৩/২০২২ তারিখ একটা মেসেজে জানালে যে ২৪/০৩/২০২২ তারিখ তোমার বয়ফ্রন্ড এসে তোমাকে রিং পড়াবে।আমি অনেক কষ্ট পেয়েছিলাম।পরে তুমি জানালে তোমার বয়ফ্রেন্ড ছুটি না পাওয়ায় আসতে পারেনি।পরে নিজেকে শক্ত করে পরিকল্পনা করলাম সব কিছু বাদ দিয়ে দিবো।আর আমি তোমার সাথে কথা বলা বাদ দিয়ে দিলাম এ কারণেই যে তুমি এখানো অবিবাহিত তাই কথা বলতে পারছি কিন্তু যখন তোমার বিয়ে হয়ে যাবে আর আমি সেটা জানতে পারবো তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না।তোমার সাথে আমার শেষ কথা হয় গত ৮/৪/২০২২ তারিখে।পরে কোন একভাবে জানতে পারি তোমার বিয়ে হয়ে গেছে,আমি অনেক কষ্ট পেয়েছি।এখন তোমার সাথে কথা বলি না তোমার সামনে যাইনা।তোমার কথা অনেক মনে পরে।আর হ্যা এখন আমি পড়াশোনা আর রাজনীতি নিয়ে ব্যস্ত।কোন মেয়ের সাথে আর নতুন করে সম্পর্কে জড়াননি।প্রেম ভালোবাসা এখন বিশ্বাসযোগ্য না।তোমার কথা অনেক মনে পরে।এ জীবনে যদি তোমাকে পেতাম আমার আর কষ্ট বলতে কিছুই থাকতো না।আসলে দুঃখ,কষ্ট,অবহেলা এগুলো তারাই বেশি পায়,
যারা কেবল নির্দিষ্ট কোনো একজনের মায়াতেই খুব বাজেভাবে আটকে যায়।
এখনো অনেক ভালোবাসি তোমাকে, সারাজীবন ভালোবাসাটা একইরকম থেকে যাবে।তোমার সুখেই আমি সুখী।শুভ কামনা রইল তোমার জন্য।