মৃত্যু মানুষের জীবনের এটা চিরন্তর সত্য যা আমাদের সবাইকে গ্রহণ করতে হবে কোন মানুষের কাছে জীবনটি অনেক বড় হতে পারে এবং কারো কাছে অনেক ছোটএবং আমি এরকম লোকদের মধ্যে একজন যাদের কাছে জীবন মনে হয় এবং আমি এই মৃত্যু থেকে বাঁচতে চাই কারণ আমি ভয় পাই মৃত্যুকে তবে মৃত্যু হচ্ছে কে
চিরন্তর সত্য এবং এই দুনিয়ায় জন্ম নিলে মৃত্যু হওয়া আবশ্যক তবে আমি এই সত্য টাকেই অস্বীকার করতে চাই
আমি আমার জীবনে অনেক মানুষটির বারা যেতে দেখেছি বাচ্চা বয়সে বৃদ্ধ বয়সে যুবক বয়সে তবে এই সবকিছুই আমার মধ্যে একটা জিনিস কে বাড়িয়ে তুলেছিল তা হচ্ছে ভয়
আমি আমাদের দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক গ্রহন করেছিলাম এবং আমি আমার নিজের যোগ্যতাই বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য সাম্রাজ্য গড়ে তুলি যদি আমার কাছে এখন প্রচুর পরিমাণে অর্থ ছিল তবে আমার কাছে যে জিনিসটির কমতি ছিল তা হচ্ছে সময় এই অর্থ উপার্জনের নেশায় আমি আমার জীবনের মূল্যবান সময়গুলোকে হারিয়ে ফেলেছিলাম যুবক বয়সে আমার মনে হতো যে অর্থই শব্দ আমাদেরকে সুখ দিতে পারে এবং আমি এই সুখ অর্জুনের জন্য অর্থ উপার্জন শুরু করেছিলাম তবে এই অর্থ উপার্জনের পেছনে দৌড়াতে দৌড়াতে কখনো যে আমার সব বয়স পেরিয়ে গেল তা আমি বুঝতেই পারিনি আজ 60 এর বছরে এসে আমি তা বুঝতে অনুমান করতে পারছি যে আমি আমার জীবন থেকে কি হারিয়ে ফেলেছি অর্থ উপার্জন করতে করতে আমি আমার মূল্যবান শখ আহ্লাদগুলোই পূরণ করতে পারিনি
এবং আমি আমার এই জীবনের সেই সময়গুলি ফিরিয়ে আনতে চাই
আমি এবং আমি আমার এই ইচ্ছা পূরণের জন্য যে কোন পর্যায়ে যেতে সক্ষম is
তখন তার কাছে একজন লোক এসে বলল
আকৃতির ছিল তার মাতা টাক এবং তার মুখে একটা মাস্ক ছিল তার হাতে একটা এমপি৪৩ এবং তার শরীরে অনেক রক্ত লেগে রয়েছে
জনাব সব ক্লিয়ার আমরা এখন ভেতরে প্রবেশ করতে পারি সে তার চোখ খোলো এবং তার আশেপাশে তাকানো চারিদিকে শুধু আগুন জ্বলছে লাশ পড়ে রয়েছে
এবং মাটিতে প্রচুর রক্ত এর লোকের এখানে রক্তের বন্যা বাড়িয়ে দিয়েছিল লাশের পাহাড় করে
তার লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালো
তারা এখন আমাকে একটা গ্রামের বাইরে এসেছিল যদিও সাধারণ মানুষদের কাছে অমরত্ব একটি কল্পনা ছিল এবং পৌরাণিক কাহিনী গুলো তবে তা পুরোপুরিভাবে অসত্য ছিল না তার বহু বছরের গবেষণার এবং তার অর্থ সঞ্চয়ের স্পর্শে এরকম একটি জায়গা সংবাদ পেয়েছিল যেখান থেকে সে তার ইচ্ছা পূরণ করতে সক্ষম হতে পারে গ্রাম যা মানুষের থেকে পুরোপুরি ভাবে আলাদা ছিল
তবে সে এই জায়গাটির অবস্থান খুঁজে পেতে সক্ষম হয়েছিল
তারা একটা আলোকে শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যায়
এটি দেখতে মানুষের মতো হলেও তা মানুষ ছিল না কারণ এটির কান স্বাভাবিকের চেয়ে বেশি বড় ছেলে হিসেবে এর শরীরে অনেক অদ্ভুত ট্যাটু ছিল
একটা মেকানিক্যাল হাত পরিহিত লোকের কেন্দ্রে টেনে নিয়ে যায়
যেখানে সেটির গলা কেটে ফেলে এবং এর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে বিদ্যুৎ উজ্জ্বল হতে শুরু করে এবং এর উপরে লেখা অক্ষর গুলো উজ্জ্বল হয়
এইসব কিছুর দিকে খুব ভালো করে কারণ তার কাছে এটা তার স্বপ্ন সত্যি হবার মত ছিল
তখন এখানে একটি ফজরের মত কিছু সৃষ্টি হবে বেরোতে শুরু করে
এই দোয়াটা অদ্ভুত ছিল কারণ তাই দোয়াকে দেখে মনে হয় নিজ হাতে এই দুনিয়ার আশেপাশে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করে
বিশাল ঠাকমতাওয়ালা লোকটি এর সামনে এসে দাঁড়ায় তবে তাকে তার বৃদ্ধ হাতে ঠেলে দেয় এবং সে নিজে এগিয়ে যেতে থাকে
তুমি কি চাও তারা সবাই একটা শব্দ শুনতে চাই
আমি চাই কিছুক্ষণের জন্য সে থেমে যায় তার তার জীবনের সব ঘটনাগুলো মনে পড়তে থাকে তার ইচ্ছা আকাঙ্ক্ষা যা সে কখনো সম্পূর্ণ করতে পারিনি
এছাড়াও তার ভয়েসের পর বলল আমি আমার জীবনের স্বপ্নগুলো ইচ্ছা পূরণ করতে চাই আমি সুখ চাই যে আমি কখনো পাইনি আমি সেটা চাই যার জন্য আমি এ পর্যন্ত এসেছি আমি অমরত্ব চাই
তখন তারাবিরচে হাতির শব্দ শুনতে পায় অমরত্ব
তখন তারাবিরচে হাতির শব্দ শুনতে পায় অমরত্ব
ভগবান সে অন্ধকার একটা উজ্জ্বল আলো দেখতে পায় যার আশেপাশ থেকে প্রচুর ভূল সত্তা বের হয়ে আসছে যেগুলোকে দেখতে অদ্ভুত মনে হচ্ছিল অদ্ভুত ভয়ংকর প্রাণী যা তাদের উপর আক্রমণ করে
তখন চাকমা তলা লক্ষী বলল স্যারকে রক্ষা কর সবাই বন্ধুত্বের গুলি চালাতে শুরু করে
তবে তার নজর শুধু আলোর দিকে এবং সেই সেই দিকে এগিয়ে আসতে তাকে একটি ভয়ংকর প্রাণী তার উপর আক্রমণের চেষ্টা করে তখন সেই মেকানিক্যাল হারমোনাল আলোকে সামনে আসে এবং সে প্রাণীটিকে দূরে ফেলে দেয়
তবে এতে প্রাণীটির মাথায় কামড় দিয়ে বসে তার সাথে যাদেরকে নিয়ে এসেছি এলো তারা সবাই এই প্রাণীদের সাথে লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে যখন সে আলোটির দিকে এগিয়ে আসতে থাকে যা তার স্বপ্ন ছিল
তার চোখের সামনেই তার এত বছর এর আকাঙ্ক্ষাকে দেখতে পাচ্ছিল যা তার থেকে আর মাত্র কয়েক কদম দূরে ছিল তার অস্ত্র বের হতে থাকে
অমরত্ব এবং সে সেখানে তার হাত থাকে সে তার হাত বাড়িয়ে যেতে থাকে এবং সেখানে তার হাত রাখল তবে তার হাত সেখানে রাখার সাথে আশেপাশের জায়গাটি প্রচুরভাবে উজ্জ্বল হয়ে পড়ে তার মনে হতে থাকে যেন সে তার অন্ধ হয়ে গিয়েছে কিছু সময়ের জন্য এই আলোচনা দায়ক চিৎকার করে ওঠে